ইতিহাস ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের কথা ভুলবে না বলে মন্তব্য করেছেন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
বুধবার ইউক্রেন সফরে গিয়ে তিনি টুইটে বলেন, ‘বুচাসহ ইউক্রেনের বিভিন্ন শহরে যা ঘটেছে, সেখানে যে যুদ্ধাপরাধ ঘটেছে তা ইতিহাস ভুলবে না। বিচার ছাড়া এখানে কোনও শান্তি আসতে পারে না।
যদিও রাশিয়া বারবার ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত করার বিষয়টি অস্বীকার করে আসছে। মস্কোর দাবি, তারা কোনোভাবেই ইউক্রেনের সাধারণ মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে না।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল