বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা উইম্বলডন টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড় নিষিদ্ধ করা হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।
এর আগে নিউইয়র্ক টাইমস উইম্বলডন থেকে রাশিয়ার খেলোয়াড় বাদ দেওয়ার সংবাদ প্রকাশ করে। যদিও কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
আগামী ২৭ জুন শুরু হবে টেনিসের অন্যতম মর্যাদার আসর উইম্বলডন। আসরের পর্দা নামবে ১০ জুলাই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের টেনিস টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া প্রসঙ্গে বলেছেন, রাজনৈতিক কুসংস্কার, ষড়যন্ত্র ও শত্রুতার বশে খেলোয়াড়দের ভুক্তভোগী বানানো ‘অগ্রহণযোগ্য’। এমন সিদ্ধান্তে শুধু দুঃখ প্রকাশ করা যায়।
দিমিত্রি পেসকভ বলেন, মোটের ওপর রাশিয়া খুবই শক্তিশালী টেনিস খেলুড়ে দেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের খেলোয়াড়রা শীর্ষ তালিকায় আছে। রাশিয়ার খেলোয়াড় বাদ দিলে টুর্নামেন্ট নিজেই ভুগবে।
খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভ এবং মেয়েদের আরাইনা সাবালেঙ্কা। গত আসরের সেমিফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা। আর মেদভেদেভ খেলেছিলেন চতুর্থ রাউন্ড পর্যন্ত।
অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) টেনিসের গ্রান্ড স্লাম আয়োজন করে থাকে। সিএনএনকে সংস্থাটি বলেছে, এখন পর্যন্ত খেলোয়াড়দের বাদ দেওয়ার খবর আমরা নিশ্চিত কিংবা অস্বীকার করতে পারছি না। এ বিষয়ে বুধবার দুপুরে তারা ঘোষণা দিবেন বলে জানান।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল