ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী বড় কোনো সফলতা পায়নি। তারা ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখে পড়ছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে এই তথ্য দিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রুশ বিমান এবং নৌবাহিনীকে ইউক্রেনের বিমান এবং নৌবাহিনী চেপে ধরতে সক্ষম হয়েছে।
যুক্তরাজ্য আরও বলছে, রাশিয়া মারিউপোল জয় করার দাবি করা সত্ত্বেও সেখানে ব্যাপক যুদ্ধ হচ্ছে। শহরটি দখলে রুশ বাহিনীর প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এতে তাদের কাঙ্ক্ষিত উন্নতি বিলম্বিত হচ্ছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল