২০ মে, ২০২২ ১১:০০

আল-জাজিরার সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরায়েল

অনলাইন ডেস্ক

আল-জাজিরার সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরায়েল

শিরিন আবু আকলেহ

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে না ইসরায়েল।

দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে- এক্ষেত্রে ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনও তদন্ত করা হলে ইসরায়েলের সমাজের ভেতরে বিরোধিতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

দেশটির আরেকটি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও একটি প্রতিবেদনে এ ধরনের তথ্য জানিয়ছে।

উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলের সেনারা। এ সময় ঘটনাস্থলেই ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। সংবাদ সংগ্রহের কাজ করার সময় হঠাৎ মাথায় গুলি লেগে নিহত হন তিনি। সূত্র: আল-জাজিরা, হারেৎজ

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর