২৪ মে, ২০২২ ১১:৫৪

দুই সপ্তাহ পর করোনায় নতুন মৃত্যু নেই, দাবি উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

দুই সপ্তাহ পর করোনায় নতুন মৃত্যু নেই, দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত কোনো রোগী নতুন করে মারা যায়নি। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এই প্রথম নতুন মৃত্যু না হওয়ার তথ্য জানাল উত্তর কোরিয়া। মহামারি এই রোগের স্থিতিশীল অবস্থা প্রত্যক্ষ করার কথাও জানিয়েছে দেশটি।

গত ১২ মে উত্তর কোরিয়া দেশটিতে করোনা সংক্রমণের তথ্য জানায়। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে টিকা ঘাটতি, অপর্যাপ্ত মেডিকেল সরবরাহ এবং সম্ভাব্য খাদ্য ঘাটতির কারণে উদ্বেগ দেখা দেয়।

উত্তর কোরিয়া বলছে, তারা সফলতা দেখছে। সোমবার ১ লাখ ৩৪ ৫১০ জন নতুন রোগী শনাক্ত সত্ত্বেও কোনো মৃত্যু হয়নি। 
বিডিপ্রতিদিন/কবিরুল 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর