শিরোনাম
২৬ মে, ২০২২ ১০:০৫

নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত ইরান-রাশিয়া, জ্বালানি- ব্যাংকিং খাতে নতুন চুক্তি

অনলাইন ডেস্ক

নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত ইরান-রাশিয়া, জ্বালানি- ব্যাংকিং খাতে নতুন চুক্তি

নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত ইরান-রাশিয়া, জ্বালানি- ব্যাংকিং খাতে নতুন চুক্তি

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে ইরান ও রাশিয়া। এসব সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি এবং ব্যাংকিং সম্পর্ক আরও বিস্তার লাভ করবে।

বুধবার ইরানের তেলমন্ত্রী যাওয়াদ ওউজি এই তথ্য জানান। 

তিনি বলেন,  তেহরান সফররত রাশিয়ায় উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে বৈঠকের সময় এই সব সমঝোতা স্মারক সই হয়।

ইরানের তেলমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান তাদের নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাতীয় মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে।

এছাড়া তিনি আরও জানান, ইরান ও রাশিয়া ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে। সূত্র: প্রেসটিভি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর