ইউটিউবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিং ব্লক করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, তাদের ব্রিফিংয়ে প্রবেশাধিকার বন্ধ করলে পশ্চিমা রিপোর্টারদের বহিষ্কার করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার বৈদেশিক নীতি নিয়ে প্রতি সপ্তাহে ব্রিফ করেন মারিয়া জাকারোভা। এছাড়া তিনি নিয়মিত রুশ সেনাদের ইউক্রেন অভিযান নিয়েও আপডেট দিয়ে থাকেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, তাদের আধেয় (কনটেন্ট) ইউটিউবে ব্লক করা নিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউটিউবকে সতর্ক করেছে।
মারিয়া জাকারোভা বলেন, আমরা তাদের বলেছি, ফের একটি ব্রিফিং ব্লক করার অর্থ— একজন সাংবাদিক অথবা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বাড়ি ফেরা। আরও সুনির্দিষ্ট করে তিনি বলেন, নতুন করে কোনো ব্রিফিং ব্লক করা হলে তারা পশ্চিমা সাংবাদিকের নাম বলবেন অথবা কোনো গণমাধ্যম বহিষ্কার করবেন।
এর আগে গত বুধবার রাশিয়ার আইনপ্রণেতারা মস্কোতে থাকা বৈদেশিক মিডিয়া ব্যুরো বন্ধে প্রসিকিউটরকে ক্ষমতায়িত করতে একটি বিলে অনুমোদন দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        