রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনের লুহানস্কের সেভরোদোনেতস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এটাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উল্লেখযোগ্য বিজয় হিসেবে মনে করা হচ্ছে।
লুহানস্কের গভর্নর সেহরি হেইদাই বলেছেন সেভরোদোনেতস্ক শহর থেকে তাদের বাহিনী প্রত্যাহার করা হয়েছে। কারণ, সকল প্রতিরক্ষা অবকাঠামো রুশ বাহিনীর গোলার আঘাতে উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে।
অঞ্চলটিতে যুদ্ধে ইউক্রেনের অনেক সৈন্য নিহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফের একজন যোদ্ধাকে হারানো ছাড়াই আমরা সংগঠিত এবং সুন্দরভাবে যোদ্ধাদের সরিয়ে নিয়েছি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন যোদ্ধাদের লড়াই এখন সেভরোদোনেতস্ক শহর থেকে লিসিচানস্ক শহরে এসেছে। লুহানস্কের শুধুমাত্র এই শহরটি এখন পর্যন্ত ইউক্রেন বাহিনীর হাতে রয়েছে। অর্থাৎ রাশিয়া এই শহরের নিয়ন্ত্রণ নিলে পুরো লুহানস্ক রুশ সেনাদের দখলে চলে যাবে।
তবে ইউক্রেনের সেনারা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন লুহানস্কের গর্ভনর সেহরি হেইদাই। তিনি বলেন, সমগ্র দোনবাস নিয়ন্ত্রণে নিলেও রাশিয়া যুদ্ধ বন্ধ করবে না। পুতিনকে থামানোর একমাত্র উপায় হলো ‘শক্তিপ্রয়োগ’।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        