২৭ জুন, ২০২২ ১৯:৫৩

জি-সেভেনের বৈঠকে পুতিনকে নিয়ে রসিকতা

অনলাইন ডেস্ক

জি-সেভেনের বৈঠকে পুতিনকে নিয়ে রসিকতা

জি -সেভেন নেতারা বৈঠক শেষে ছবি তোলেন

জার্মানিতে অনুষ্ঠিত জি-সেভেন বৈঠকের মধ্যাহ্নভোজে সংস্থাটির নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে রসিকতা করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্মানির বাভারিয়ার অ্যালমাউ ক্যাসেলে বসে পুতিনের খোলা শরীরের ছবি প্রসঙ্গে মজা করে বলেন, আমরাও কি আমাদের কোট খুলে ফেলব?  আমাদেরও কী সম্পূর্ণ পোশাক খুলে ফেলা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন- আমাদেরও দেখাতে হবে যে, আমরা পুতিনের চেয়ে দৃঢ়। 

ওই বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০০৯ সালে পুতিনের ঘোড়ায় চড়া খালি গায়ের একটি ছবির প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, আমরাও খালি গায়ে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি। ওই সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন বলেন, ঘোড়ায় চড়াই সবচেয়ে ভালো।

অবশ্য এসব রসিকতা নিজেদের মধ্যে রেখে সাংবাদিকদের সামনে স্যুট-টাই পরিধান করেই ছবির জন্য পোজ দেন তারা।

উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট পুতিনের খোলা শরীরের কয়েকটি ছবি শেয়ার করা হয়। এর মধ্যে একটি ছবিতে তাকে সানগ্লাস চোখে খালি গায়ে ঘোড়ায় পিঠে এবং আরেকটি ছবিতে মাছ ধরতে দেখা যায়।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর