২৮ জুন, ২০২২ ০৮:৪৩

প্রচণ্ড দাবদাহে জাপানে বিদ্যুৎ সংকট, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

প্রচণ্ড দাবদাহে জাপানে বিদ্যুৎ সংকট, সতর্কতা জারি

সন্ধ্যার শুরুর দিকে বিদ্যুৎ অপচয় না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ

জাপানে প্রচণ্ড দাবদাহের কারণে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ–সংকট দেখা দিতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, টোকিওতে বর্ষা মৌসুম আগেভাগেই বিদায় নেওয়ায় প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে   তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ অপচয় বন্ধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থা সোমবার টোকিওতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে। আগামী রোববার পর্যন্ত এটা ৩৪ ডিগ্রির নিচে নামবে না। গতকাল রাত থেকে বিদ্যুৎ–বিভ্রাট শুরু হওয়ার সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ, যা কয়েক দিন ধরে চলতে পারে।

রবিবার সংবাদ ব্রিফিংয়ে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিকো ইসোজাকি বলেছেন, আমরা জনগণকে সন্ধ্যার শুরুর দিকে বিদ্যুৎ অপচয় না করার আহ্বান জানাচ্ছি। সতর্ক করে তিনি বলেন, শীতল থাকতে এবং হিটস্ট্রোক (প্রচণ্ড গরমে নানা শারীরিক সমস্যা) এড়াতে বাসিন্দাদের যা যা করা দরকার, তা–ই করা উচিত।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর