৩০ জুন, ২০২২ ১০:৪৯

ইউক্রেনকে আরও ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আরও ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এই অর্থ দেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো নেতাদের কাছে আরও সাহায্যের আবেদন জানানোর পর বরিস জনসন এই ঘোষণা দেন।

জেলেনস্কি ন্যাটো নেতাদের জানিয়েছেন, ইউক্রেনের মাসিক প্রতিরক্ষা ব্যয় ৫ বিলিয়ন ডলার। 

জানা গেছে, ব্রিটিশ এই সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোনের মতো নানা যুদ্ধ সামগ্রী কিনতে ব্যয় হবে। 

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, কিয়েভে যুক্তরাজ্যের নতুন সহায়তার ফলে এ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে ২৩০ কোটি পাউন্ডে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা বর্বরোচিত। বিশ্বের কাছে এ যুদ্ধের অসারতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সাধারণ মানুষের পাশে যুক্তরাজ্য থাকবে, যাতে পুতিন ইউক্রেনে ব্যর্থ প্রমাণিত হন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর