ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের বাণিজ্য রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইয়ের বিভিন্ন এলাকা। ফলে পানিবন্দি হয়ে পড়েছে শহরটির লাখ লাখ মানুষ।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত মুম্বাই শহরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মুম্বাইয়ের কিছু এলাকায় বৃষ্টির কারণে ট্রেন ও বাস চলাচল ব্যাহত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় গড়ে ১০৭ মিলি মিটার বৃষ্টি হয়েছে মুম্বাইতে।
পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে শহরটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে ন্যাশনাল ডিজাস্টার রেস্পন্স ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মুম্বাইতে বছরের এ সময়টায় বৃষ্টিপাতের ঘটনা স্বাভাবিক হলেও বিশেষজ্ঞরা বলছেন, মুম্বাইর মতো এলাকায় জলবায়ু পরিবর্তনঘটিত কারণে বৃষ্টি পরিমাণ অপ্রতাশিতভাবে বাড়ছে। এছাড়াও মুম্বাইর মতো শহর তলিয়ে যাওয়ার জন্য তারা অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল