বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, 'আমাদের পক্ষ থেকে বলেছি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যাতে প্রকাশ করে সরকার। আমরা আমাদের দুইটি সময় জানিয়েছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিংবা রমজানের পরপরই।'
আজ শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, 'আমরা আগে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের বিষয়ে দাবি জানিয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে যদি আরও একটু সময় লাগে সেক্ষেত্রে আগামী রমজানের পর পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু রমজানের পরে বেশি সময় দেওয়ার পক্ষে না।'
তিনি বলেন, দেশে গত কয়েকদিন যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অসন্তুষ্টি প্রকাশ করে। সেখান থেকে দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। দুটি রাজনৈতিক দলের দুই দাবি নিয়ে আন্দোলন চলায় প্রধান উপদেষ্টা অসন্তুষ্ট হয়েছে। এখন সে অনিশ্চয়তা ও সংকট অনেকটাই কেটে গেছে। দেশ সবার দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ/মুসা