মানিকগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, সদর উপজেলার সহকারী কর্মকর্তা ভূমি রিক্তা খাতুনসহ শতাধিক সেবা গ্রহীতা ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ ।