নির্বাচনি হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আইনি মতামত পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। গতকাল নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনার নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের বিষয়ে দুদকের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসির আইন শাখার মতামত চাওয়া হয়েছে। তাদের মতামত পেলে ব্যবস্থা নেওয়া হবে। দুই-তিন দিনের মধ্যেই এ বিষয়ে মতামত দেবে ইসির আইন শাখা। ইসিতে পাঠানো চিঠিতে বলা হয়- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। ওই সম্পদ বিবরণী যাচাইকালে ২০০৮ সালের ১৯ নভেম্বর নির্বাচন কমিশনে তার দাখিল করা হলফনামা পর্যালোচনা করা হয়। প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় যে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশনে হলফনামার মাধ্যমে দাখিল করা বিবরণীতে তার নিজ নামে কৃষিজমি দেখিয়েছেন ৬ দশমিক ৫০ একর। তার কেনা জমির অর্জনকালীন আর্থিক মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। কিন্তু সমসাময়িক সময়ে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীর প্রাপ্ত তথ্যানুযায়ী শেখ হাসিনার নিজ নামে জমি আছে ২৮ দশমিক ৪১১ একর। এর মধ্যে তার কেনা জমির মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। এ তথ্য অনুযায়ী তিনি হলফনামায় ২১ দশমিক ৯১ একর জমির তথ্য গোপন করেছেন। কেনা জমির মূল্য ৩১ লাখ ৯১ হাজার ১০ টাকা কম দেখানোর মাধ্যমে হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন।
এ ছাড়া তিনি (শেখ হাসিনা) মাগুরা-১ আসনের তৎকালীন এমপি প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের শুল্কমুক্ত কোটা ব্যবহার করে বেনামে ২ লাখ ৩০ হাজার ইউরো মূল্যে (গাড়ি আমদানির এলসির বিপরীতে ব্যাংক থেকে পরিশোধিত মোট ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা) একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করে নিজ আবাসিক ঠিকানা সুধা সদন, বাড়ি নম্বর-৫৪, রোড নম্বর-৫, ধানমন্ডি, আবাসিক এলাকা, ঢাকার ঠিকানা ব্যবহার করে গাড়িটি রেজিস্ট্রেশন (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৩৬৪) করেন এবং নিজে তা ব্যবহার করেছেন। প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের আয়কর নথিতে কিংবা নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামায় আলোচ্য গাড়িটির বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেননি এবং তিনি কখনো তা ব্যবহারও করেননি বলে জানা যায়।