আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার সংসদে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। সংসদের যোগাযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সংসদ অধিবেশনে স্পিকার ইয়াপা আবেবর্ধনে প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের ঘোষণা দিবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু প্রেসিডেন্ট গোতাবায়া এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি বলেছিলেন, বুধবার পদত্যাগ করবেন।
এদিকে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেছেন। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন গোতাবায়া।
শ্রীলঙ্কা সরকারের একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, গোতাবায়া আপাতত সিঙ্গাপুরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অপর একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে ভারতের দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, গোতাবায়া সিঙ্গাপুর থেকে সৌদি আরব যেতে পারেন।
বিডিপ্রতিদিনি/কবিরুল