কূটনীতিক পরিচয়ে গোয়েন্দা হিসেবে কর্মরত রাশিয়ার ৪০০ কর্মকর্তাকে বিভিন্ন দেশ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ গোয়েন্দা এমআই৬ প্রধান রিচার্ড মুর। তার বক্তব্য- এই সিদ্ধান্তের ফলে ইউরোপে রাশিয়ার গোয়েন্দাবৃত্তির ক্ষমতা অর্ধেক কমে গেছে
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে রিচার্ড মুর এই মন্তব্য করেন। যুক্তরাজ্যের বাইরে মুরের এটা প্রথম সাক্ষাৎকার বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
রিচার্ড মুর এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ইউরোপের বিভিন্ন শহর থেকে ৪০০ কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বেসামরিক নাগরিকের আড়ালে গোয়েন্দাগিরি করা কিছু কর্মকর্তাকে আটক করা হয়েছে।
সিএনএনের সঙ্গে ওই সাক্ষাৎকারে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ প্রধান ইউক্রেন যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার কর্মশক্তি ও জনশক্তি শেষ হবার পথে। পাল্টা আঘাতের জন্য ইউক্রেন এই সুযোগ গ্রহণ করতে পারে।
পুতিনের স্বাস্থ্য সম্পর্কে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পুতিন মারাত্মক স্বাস্থ্যহীনতায় ভুগছেন এমন কোনো প্রমাণ বা নথিভুক্ত তথ্য নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল