ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ৪টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ধ্বংস করেছে রুশ বাহিনী। গত ৫ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে এই অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করা হয় বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, ইউক্রেনের তরফে রাশিয়ার দাবিকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স শনিবার তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যদিও রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে খবরটি যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে জুলাই মাসের শুরুতে ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ব্যবস্থা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেন ৮টি হিমার্স পাওয়ার কথা স্বীকার করেছে। যুদ্ধের সম্ভাব্য গেমচেঞ্জার হিসেবে এগুলোর ভূয়সী প্রশংসা করেছে ইউক্রেন। এটির মাধ্যমে ইউক্রেন যুদ্ধক্ষেত্রের দূর থেকে রুশ নিশানা ও অস্ত্র গুদামে হামলা চালাতে পারছে।
ইউক্রেনে প্রথম হিমার্স ব্যবস্থা আসার কয়েকদিন পর ৬ জুলাই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল তারা এগুলো ধ্বংস করেছে। এর স্বপক্ষে তারা একটি হামলার ভিডিও প্রকাশ করে। ইউক্রেন তখনও রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছিল। তারা বলেছিল, যুদ্ধে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার রুশ সেনাদের জন্য বড় আঘাত।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট এক সাক্ষাতকারে জানিয়েছেন, রাশিয়ার কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত তিনি দেশটির সাথে কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তিতে যাবেন না। তিনি সতর্ক করে বলেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি রাশিয়াকে ইউক্রেনের দখলকৃত অঞ্চলকে নিয়ন্ত্রণে সাহায্য করবে। পাশাপাশি এটা রাশিয়াকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করবে। এছাড়াও মস্কোকে পরবর্তী ধাপের যুদ্ধ পরিকল্পনা করতে সুযোগ করে দেবে এই চুক্তি।
বিডি প্রতিদিন/আবু জাফর