ইউক্রেনে গত পাঁচ মাস যাবত জমা হওয়া খাদ্যশস্য পরিবহনে ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। ইউক্রেনের সাবেক কৃষি ও বাণিজ্য মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের সাবেক মন্ত্রী মিলোভানোভ বলেন, ওডেসা বন্দর দিয়ে এখন আমরা প্রতি মাসে ২৫ লাখ টন শস্য পরিবহন করতে পারব। কিন্তু রাশিয়া বাধা সৃষ্টি করতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক কোম্পানি অথবা ইউক্রেনের কোম্পানিগুলো দুশ্চিন্তাগ্রস্ত যে, জমে থাকা শস্য পরিবহেন ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। হামলা শুরুর পর কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ করে রাশিয়া। এতে বৈশ্বিক খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়।
শুক্রবার ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন।
এই চুক্তি সইয়ের বিষয়ে তুরস্ক ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনে রুশ হামলার পর বিশ্বজুড়ে যে খাদ্যসংকট দেখা দিয়েছে, এ চুক্তির ফলে তা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল