ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
গতকাল শনিবার কিয়েভে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত অ্যাডাম স্মিথের নেতৃত্বে প্রতিনিধিদলটি।
এ সময় জেলেনস্কিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলটি।
তারা ইউক্রেনকে আরও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহেরও আশ্বাস দেন। তারা আরও বলেন, কেবল যুক্তরাষ্ট্রই নয়, তাদের সব মিত্র দেশও রুশ আগ্রাসন বন্ধে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন