ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির দখলকৃত এলাকায় রুশ সেনাদের অবস্থান ও তাদের স্থানীয় সহযোগীদের ব্যাপারে জানতে নাগরিকদের কাছে সাহায্য চেয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণের শহর এনেরহোদার এবং আশপাশের বাসিন্দাদের উদ্দেশে রুশ সেনাদের অবস্থান ও তাদের স্থানীয় সহযোগীদের ব্যাপারে তথ্য চেয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, দখলদার সেনাদের ঘাঁটি ও তাদের থাকার জায়গা এবং কমান্ডিং স্টাফের থাকার জায়গার সুনির্দিষ্ট অবস্থান জরুরিভিত্তিতে আমাদের জানান। মার্চের শুরুর দিকেই রাশিয়া এনেরহোদারের নিয়ন্ত্রণ নিয়েছিল। মে মাসে তাদের নিয়োগ করা শহরের প্রধান এক বিস্ফোরণে আহতও হয়েছিলেন। ক্রেমলিন ওই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ অ্যাখ্যা দিয়েছিল।
জুনে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে এক বিস্ফোরণে রুশপন্থী এক কর্মকর্তা নিহত হন। গাড়ির কাছে একটি বোমা বিস্ফোরণের পর ওই মাসেই অঞ্চলটির আরেক কর্মকর্তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর