জান্তাবিরোধী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলে চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সেনা সরকার। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একে ‘সম্পূর্ণ নৃশংস কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে।
যুক্তরাজ্যভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা জোরপূর্বক জীবন কেড়ে নেওয়ার সমান। মিয়ানমার জান্তার এটা ‘নৃশংস মানবাধিকারের রেকর্ ‘ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের নাম কিয়াউ মিন ইউ এবং বিরোধীদলীয় আইনপ্রণেতা ফিয়ো জেয়া থর। তবে কখন ও কীভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। ১৯৮৮ সালের পর এটি মিয়ানমারে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনাকে মানুষের জীবনযাপন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৮ সালের পর মিয়ানমারে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকরের এ ঘটনার ধারাবাহিকতায় আরও অনেক ফাঁসি কার্যকর হতে পারে। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল