ইউক্রেনের ৯২ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে রাশিয়া। মস্কোর একটি তদন্ত কমিটি এ কথা জানিয়েছে।
মস্কোর তদন্ত কমিটির প্রধান আলেক্সান্ডার বাস্ত্রিকিন জানান, ইউক্রেনে ১৩০০ অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।
এসময় তিনি এই অপরাধীদের বিচার করতে ইরান, সিরিয়া ও বলিভিয়ার উদ্যোগে আন্তর্জাতিক টাইব্যুনাল গঠনের প্রস্তাবও করেছেন।
বিপরীতে ইউক্রেনও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে মানবতা ও যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত চালু করেছে।
অভিযুক্ত ৯২ সেনা কর্মকর্তাসহ ৯৬ জন আছে রাশিয়ার ওয়ান্টেড লিস্টে। যাদের মধ্যে ৫১ জনই সামরিক বাহিনীর কমান্ডার।
রুশ তদন্তকারীদের দাবি, ইউক্রেনের কর্মকর্তারা শান্তি, নিরাপত্তা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। যদিও এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।
তবে এ মাসেই কিয়েভ জানিয়েছিল, তারা রুশ সেনা কর্তৃক সংঘটিত ২১ হাজারের বেশি যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত করছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল