জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া।
জাপান সরকার সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয়ভাবে আয়োজনের পরিকল্পনা করছে। আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রীয়ভাবে আবের অন্ত্যেষ্টিক্রিয়া হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে পুতিনের অংশ নেওয়া নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পুতিন জাপানে যাচ্ছেন না। রাশিয়ার কোনো প্রতিনিধি জাপানে এ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিবে কিনা সেটিও নিশ্চিত করেনি রাশিয়া।
জাপানের মন্ত্রী পরিষদের ডেপুটি সচিব ইয়োশিকো ইসোজাকি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও জাপান চায় না পুতিন অনুষ্ঠানে অংশ নিক।
গত ৮ জুলাই রাজনৈতিক প্রচারণা চালানোর সময় জাপানের নারা নামক একটি স্থানে গুলিবিদ্ধ হন শিনজো আবে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
সূত্র: আল আরাবিয়া নিউজ