ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর নজরদারি চালানোর জন্য জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ ২৭টি ক্যামেরা স্থাপন করেছিল। কিন্তু ইরান ক্যামেরাগুলো সরিয়ে ফেলেছে এবং সেগুলো বন্ধ রাখতে চায়।
সোমবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি পুনরায় চালু না হওয়া পর্যন্ত ক্যামেরাগুলো বন্ধ থাকবে। চুক্তি হলে ক্যামেরা সচল হবে।
গত জুন মাসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) স্থাপিত ২৭টি ক্যামেরা বন্ধ করে দেয় ইরান। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল