সাত ব্যক্তিকে ট্রাক চাপা ও ছুরিকাঘাতে হত্যার দায়ে জাপান দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০০৮ সালে রাজধানী টোকিওর জনপ্রিয় আকিহআবারা জেলায় এই ঘটনা ঘটেছিল।
জাপানের বিচারমন্ত্রী ইয়োসিহিসা ফুরুকাওয়া এ বিষয়ে বলেন, তোমিহিরো কাতো সূক্ষ্ম প্রস্তুতি নিয়েছিল এবং মানুষ হত্যায় তার প্রবল ইচ্ছা প্রকাশ পেয়েছিল। আদালত যথেষ্ঠ তথ্যপ্রমাণের ভিত্তিতে তার মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত করেছে।
খবরে বলা হয়েছে, ২০০৮ সালে ওই ঘটনায় দোষী তোমিহিরো প্রথমে জনতার ওপর ট্রাক উঠিয়ে দেন। এরপর ২৫ বছর বয়সি ওই ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ শুরু করেন। আটকের পর পুলিশকে তিনি জানিয়েছিলেন— তিনি হত্যা করার জন্য আসেন এবং কাকে হত্যা করছেন সেটা তার কাছে বিবেচ্য না।
জাপানের শীর্ষ আদালত ২০১৫ সালে তার মৃত্যুদণ্ডের রায় দেয়। মঙ্গলবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল