জান্তাবিরোধী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলে চার গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সেনা সরকার। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্রের জাতিসংস্থা আসিয়ান। মিয়ানমার আসিয়ানের অন্যতম সদস্য।
সোমবার মিয়ানমারের জান্তা সরকার ঘোষণা দেয়, বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক একজন আইনপ্রণেতাসহ চারজন গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে—রুদ্ধদ্বার এই বিচারের কোনো ভিত্তি নেই।
সোমবার এক বিবৃতিতে আসিয়ানের প্রেসিডেন্ট দেশ কম্বোডিয়া বলেছে, এই ঘটনায় তারা ‘চরম বিরক্ত’ এবং ‘খুবই দুঃখিত’। আসিয়ানের সদস্যরা মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে বলেছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কম্বোডিয়ার প্রেসিডেন্ট হান সেন ব্যক্তিগতভাবেও গণতন্ত্রপন্থিদের ক্ষমা করে দিতে অনুরোধ জানিয়েছিলেন।
চলতি বছরের এপ্রিলে আসিয়ানের এক সামিটে মিয়ানমার সহিংসতা কমাতে পাঁচ দফায় সম্মতি জ্ঞাপন করে। সামনে আসিয়ানের মন্ত্রিপর্যায়ের সামিট রয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থি অং সান সুচি সরকারকে হঠিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার। সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে এখন পর্যন্ত ২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল