ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমালোচনা করায় দেশটির একজন সাংবাদিককে জরিমানা করেছেন রুশ আদালত। মারিনা ওভসিয়ানিকভা নামে এই সাংবাদিককে ৮২২ ডলার (রাশিয়ার মুদ্রায় ৫০ হাজার রুবল) জরিমানা করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মারিনা রাশিয়ার সরকারি টেলিভিশনের সাবেক সাংবাদিক। ইউক্রেনে রুশ আক্রমণের শুরুর দিকে যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় চাকরি হারান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে প্রকাশ্যে বিরোধীতা করে পোস্ট দেন।
ইউক্রেন বংশোদ্ভূত মারিনা ওভসিয়ানিকভা মার্চে টেলিভিশনের একটি প্রোগ্রামে যুদ্ধবিরোধী প্লাকার্ড প্রদর্শন করে ব্যাপক প্রশংসা কুড়ান। ওই টেলিভিশনের তিনি সম্পাদক হিসেবে কাজ করতেন।
বিডিপ্রতিদিন/কবিরুল