চোট ছোবল দিয়েছে জফ্রা আর্চারের শরীরে। আঙুলের সমস্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের গতিময় এই পেসার।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান আর্চার। গত ৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় এই বিপত্তি ঘটে। শুরুতে ছোটখাটো সমস্যা মনে হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, লিগামেন্টের ক্ষতি হয়েছে।
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের জেরে কয়েক দিন পর আইপিএল স্থগিত করে দেওয়া হয়। সে সময় ভারত ছাড়েন আর্চার। গত শনিবার পুনরায় টুর্নামেন্ট শুরু হলেও ভারতে আর ফেরেননি ৩০ বছর বয়সী ক্রিকেটার। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড। কিন্তু আর্চারকে কেবল ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছিল। এবার ৫০ ওভারের লড়াইয়েও তাকে পাচ্ছে না ইংলিশরা।
আর্চারের বদলি হিসেবে বাঁহাতি পেসার লুক উডকে ওয়ানডে দলে যোগ করেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি দলেও আছেন ২৯ বছর বয়সী ক্রিকেটার। দেশের হয়ে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন উড। সবশেষটি ২০২৩ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সংস্করণে এখনও কোনো উইকেট নিতে পারেননি তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির হয়ে এখন খেলছেন উড। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১১ শিকার ধরেছেন তিনি। ইংল্যান্ডের জার্সিতে ৫ টি-টোয়েন্টি খেলে উড নিতে পেরেছেন ৮ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭৩ ম্যাচ খেলে তার প্রাপ্তি ১৭৬ উইকেট
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র চারদিনের টেস্ট ম্যাচ শুরু বৃহস্পতিবার। এরপর ২৯ মে থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ১ ও ৩ জুন। দুই দলের টি-টোয়েন্টি তিনটি হবে ৬, ৮ ও ১০ জুন।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ, লুক উড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ