যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করেছেন। দুই প্রেসিডেন্টের মধ্যে এটা পঞ্চম টেলিফোন আলাপ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাইডেন দুই ঘণ্টার বেশি সময় কথা বলেছেন। চীনের দাবিকৃত ভূখণ্ড তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউস প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর নিয়ে চরম উত্তেজনার মধ্যে বাইডেন জিনপিংয়ের সঙ্গে কথা বললেন।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৩ মিনিটে বাইডেন জিনপিংকে কল দেন। টেলিফোন আলাপ শেষ হয় ১০টা ৫০ মিনিটে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলাসহ অনেক বিষয় ছিল বাইডেনের আলোচ্যসূচিতে (এজেন্ডায়)।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা– শি জিনপিংয়ের সঙ্গে বাইডেনের টেলিফোন আলাপকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের ‘প্রতিযোগিতা রক্ষার সুযোগ’ হিসেবে দেখছেন।
চীন শক্তিপ্রয়োগ করে হলেও গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখন্ডের সঙ্গে যুক্ত করার অঙ্গীকার করেছে। এটা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চরমে পৌঁছেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল