উৎপাদনকৃত, আমদানিকৃত ও মোড়কজাত তামাকজাতীয় পণ্য বিক্রির সময় নতুন ছবি যুক্ত হচ্ছে ভারতে। সঙ্গে থাকবে একটি বার্তাও- ‘তামাক বেদনাদায়ক মৃত্যুর কারণ’। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে বিষয়টি কার্যকর হবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ২৯ জুলাই এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। বিষয়টি না মানলে শাস্তিরও বিধান রাখা হয়েছে।
দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানকে এটি মানতে বলেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নতুন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে এক বছর। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আমদানি করা অথবা প্যাকেট করা তামাকজাত দ্রব্যগুলোর প্যাকেটে লেখা হবে নতুন সতর্কবাণী। সেখানে লেখা হবে ‘তামাক ব্যবহারকারীরা কম বয়সে মারা যায়’। এই সতর্কবাণীর সঙ্গেও একটি ছবি থাকবে প্যাকেটে।
সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (প্যাকেজিং এবং লেবেলিং) তৃতীয় সংশোধনী বিধি, ২০২২-এর অধীনে সংশোধিত নিয়মগুলো আগামী ১ ডিসেম্বর কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সিগারেট অথবা যে কোনো তামাকজাত পণ্যের উৎপাদন, উৎপাদন সরবরাহ, আমদানি অথবা বিতরণে নিযুক্ত থাকলে তারা নিশ্চিত করবে যে সব তামাক পণ্যের প্যাকেজে নির্দিষ্ট স্বাস্থ্য সতর্কতাগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।
সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা