গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরিককে গ্রেফতার করার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে নজদারিতে রাখার পরই গ্রেফতার করা হয়েছে বলে দাবি তেহরানের।
শনিবারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে সুইডেনের ওই নাগরিকের নাম, বয়স কিংবা বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের দাবি, গ্রেফতার হওয়া ওই ইরানি নাগরিকের ইসরাইল ভ্রমণের রেকর্ড আছে। চলতি বছরের মে মাসে দুই ফরাসি নাগরিককেও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে ইরান।
এছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরাইলি গোয়েন্দা মোসাদ সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেফতারের খবর দিয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল