ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্য বোঝাই ১৬টি জাহাজ বিদেশের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়।
আল জাজিরার প্রতিনিধিও ওডেসা থেকে জানিয়েছেন, ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের উদ্দেশে পাঠানোর জন্য প্রস্তুত। জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তির আওতায় এই খাদ্যশস্য চালান বিদেশে যাবে।
পরিস্থিতি ও প্রস্তুতি দেখতে শুক্রবার জেলেনস্কি ওডেসার চেরনোমোরস্ক বন্দর। তিনি বলেছিলেন, ‘যুদ্ধের পর এই প্রথম বন্দর ছেড়ে যাওয়ার জন্য প্রথম জাহাজটি লোড করা হচ্ছে।’
তবে খাদ্যশস্য বোঝাই জাহাজগুলো ঠিক কবে নাগাদ ছাড়বে তা এখনও নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল