রাশিয়ার সেনাদের আক্রমণে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি রিঅ্যাক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়, সেটি বন্ধ করতে বাধ্য হয়েছে সংশিষ্টরা। যে কোন সময় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কাও করা হচ্ছে। এমন দাবিই করেছে, কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।
মস্কোর পাল্টা দাবি, ইউক্রেনই এই হামলা চালিয়েছে। যদিও এই হামলার জন্য দায়ী করে রাশিয়ার নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
গত মার্চ মাস থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে আছে জাপোরিঝঝিয়া। তবে এটি পরিচালনার ভার এখনও ইউক্রেনীয়দের হাতেই রয়েছে।
ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার সেনারা ওই এলাকায় রকেট হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আর আন্তর্জাতিক আণবিক সংস্থা শুক্রবারের হামলার নিন্দা জানিয়েছে বলেছে, রাশিয়া দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল