৭ আগস্ট, ২০২২ ১৫:৩২
সংযুক্ত আরব আমিরাত

হোয়াটসঅ্যাপে সহকর্মীকে হেনস্তার দায়ে যুবকের ১০ হাজার দিরহাম জরিমানা

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপে সহকর্মীকে হেনস্তার দায়ে যুবকের ১০ হাজার দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে সহকর্মীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপমানজনক বার্তা পাঠানোর দায়ে অভিযুক্ত এক আরব যুবককে ১০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। অনলাইন আইন লঙ্ঘনের দায়ে ওই আরব যুবককে দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। একই সাথে তাকে বাদীপক্ষের আদালতের খরচ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ২০ বছর বয়সী ওই আরব যুবক তার সহকর্মীকে হোয়াটসঅ্যাপের অপমানজনক বার্তা, গালিগালাজ এমনকি মারধরের হুমকিও দেয়। এতে ভুক্তভোগী যুবক নৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে আদালতে ৫০ হাজার দিরহাম ক্ষতিপূরণের মামলা দায়ের করেন।

ভুক্তভোগী আদালতের কাছে বলেছেন, সহকর্মীর এমন আপত্তিকর বার্তা তাকে অপমান ও মানসিকভাবে প্রভাবিত করেছিল। একই সাথে তিনি আদালতের কাছে এসবের প্রমাণ পেশ করেন। এরপর আদালতের বিচারক উভয়পক্ষের শুনানি গ্রহণের পরে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে ১০ হাজার দিরহাম জরিমানার আদেশ দেন। একই সাথে বিবাদীকে বাদীর আইনি খরচও দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর