শিরোনাম
৮ আগস্ট, ২০২২ ১৮:৫৯

পুতিন-জেলেনস্কি বৈঠকে বসার মতো ভিত্তি আপাতত নেই: ক্রেমলিন

অনলাইন ডেস্ক

পুতিন-জেলেনস্কি বৈঠকে বসার মতো ভিত্তি আপাতত নেই: ক্রেমলিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন জানিয়েছে, পুতিন-জেলেনস্কি বৈঠকে অংশ নিবে তেমন কোনো ভিত্তি আপাতত নেই।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শান্তি আলোচনার প্রস্তাব দেন। এ বিষয়ে সোমবার এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীদের প্রাথমিক কাজ শেষ করার পর দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে।

পেসকভ বলেন, প্রাথমিক কাজের খোঁজ নেই। সুতরাং বৈঠক নিয়ে পূর্বশর্তের কিছু নেই। এ সময় তিনি অভিযোগ তোলেন, ইউক্রেনের সমঝোতা আলোচনাকারীরা রাডার থেকে উধাও হয়ে গেছেন।

রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা আলোচনা কয়েক মাস যাবত থেমে আছে। সমঝোতা আলোচনার অগ্রগতি না থাকার জন্য একপক্ষ অন্যপক্ষকে দোষারোপ করছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর