ব্যাংকে রাখা সঞ্চিত অর্থ ফেরত না পাওয়ার হতাশা থেকে লেবাননের এক যুবক দেশটির ফেডারেল ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে জিম্মি করেন। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়।
আল আরাবিয়ার খবর অনুসারে, বৈরুতের বাসিন্দা বাসাম আল শেখ হুসেইন (৪২) নামে ওই যুবক ফেডারেল ব্যাংক অব লেবাননের একটি শাখায় ঢুকে তার সঞ্চিত অর্থ দাবি করেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে অর্থ প্রদানে অস্বীকৃতি জানায়। ক্ষুব্ধ যুবক ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে জিম্মি করেন। নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দেন। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যান। দূর থেকে তারা ওই যুবককে বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করেন।
৬ ঘণ্টা পর এই জিম্মি কাহিনীর অবসান ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ তার জমা রাখা ২ লাখ ডলারের মধ্যে ৩০ হাজার ডলার ছাড় করতে সম্মত হয়। পুলিশ ও জিম্মি কাহিনীর হোতা বাসাম আল শেখ হুসেইনের বোন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ লিখিত হয়েছে কিনা তা জানা যায়নি।
২০১৯ সাল থেকে লেবানন ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটির ব্যাংগুলোতে বৈদেশিক মুদ্রা তোলার বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। সে কারণে প্রয়োজন থাকলেও অনেকেই অর্থ উত্তোলন করতে পারেন না।
বিডিপ্রতিদিন/কবিরুল