জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
রবিবার ভোরের দিকে ইসরায়েলি বসতিদের বহনকারী বাসটি ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বাসটিতে গুলি চালানোর খবর পেয়েছে তারা। ঘটনাস্থালে নিরাপত্তা সদস্যরা রয়েছেন এবং হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে।
ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীর সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকার বাড়ি-ঘরে তল্লাশি চালাচ্ছে।
গেল সপ্তাহে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ৪৪ ফিলিস্তিনির।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন