১৭ আগস্ট, ২০২২ ১৬:১৫

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার প্রস্তুতি: ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার প্রস্তুতি: ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া, বুধবার একথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘আজ ভোরে আমরা শনাক্ত করতে পেরেছি উত্তর কোরিয়া ‍দুই ক্রুজ ক্ষেপণাস্ত্র পশ্চিম সাগরে নিক্ষেপ করেছে।’ 

এর আগে সবশেষ ১০ জুলাই উত্তর কোরিয়া বেশ কয়েকটি রকেট ছুড়েছিল। জানুয়ারিতে সবশেষ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।

সাউথ কোরিয়ার এক কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্রের বিস্তারিত বিষয় ও দূরত্ব সম্পর্কে জানার চেষ্টা করছে।’

আগামী ২২ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এই মহড়াকে আগ্রাসন হিসেবেই বিবেচনা করছে উত্তর কোরিয়া।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর