১৭ আগস্ট, ২০২২ ১৭:২৬
যুক্তরাজ্য

স্কটল্যান্ড প্রশ্নে একমত ঋষি সুনাক ও লিজ ট্রাস

অনলাইন ডেস্ক

স্কটল্যান্ড প্রশ্নে একমত ঋষি সুনাক ও লিজ ট্রাস

ঋষি সুনাক ও লিজ ট্রাস

একই দলের রাজনীতিবিদ হলেও প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ দিলের নেতা হওয়ার লড়াইয়ে নামার পর নানা বিষয়ে ঋষি সুনাক ও লিজ ট্রাসের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এবার স্কটল্যান্ড প্রশ্নে একমত হলেন যুক্তরাজ্যের সাবেক দুই মন্ত্রী। তারা দুই জনেই চান, স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকুক।

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে ২০১৪ সালে গণভোট হয়েছিল। সেসময় বেশিরভাগ স্কটিশ যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার রায় দেন। দ্বিতীয় গণভোট হওয়ারও সম্ভাবনা আছে। তবে ঋষি ও লিজ; কেউই চান না দ্বিতীয় গণভোট হোক।

মঙ্গলবার পার্থ কনসার্ট হলে সাবেক অর্থমন্ত্রী ঋষি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে স্কটল্যান্ডে দ্বিতীয় গণভোটের অনুমতি দিচ্ছি - এমন চিত্র আমি চিন্তাও করতে পারি না। আমরা একসঙ্গে আছি, সবার সম্মতিতে এবং গণতান্ত্রিকভাবেই এটা হয়েছে’।

যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ‘যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হই তাহলে আমি স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোটের অনুমতি দিবো না’। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর