ক্রিমিয়া উপদ্বীপে বড় ধরনের বিস্ফোরণের একদিন পর ‘সন্ত্রাসী সেল’ এর ৬ সদস্যকে গ্রেফতারের তথ্য জানাল রাশিয়া। ক্রিমিয়ার অন্যতম শীর্ষ কর্মকর্তা সের্গেই আকসিয়োনভ বলেন, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসীরা সমন্বিতভাবে কার্যক্রম চালাচ্ছিল। গ্রেফতারকৃতরা হিজবুত তাহরীরের সদস্য। প্রসঙ্গত, রাশিয়ায় এই সংগঠন নিষিদ্ধ।
ক্রিমিয়া থেকে নিষিদ্ধ হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেফতারের তথ্য জানালেও ক্রিমিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়নি, মঙ্গলবারের বিস্ফোরণের সঙ্গে গ্রেফতারকৃতদের কোনো সংযোগ আছে কিনা।
উল্লেখ্য, মঙ্গলবার মস্কো অধিকৃত ক্রিমিয়ায় একটি অস্ত্রের ডিপোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে আগুন লেগে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনাকে ‘নাশকতা’ বলে মন্তব্য করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল