মহড়ায় অংশ নিতে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। এতে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং অন্যান্য দেশের সেনারাও থাকবে। বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ায় সেনা মহড়ার সঙ্গে বর্তমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
এর আগে মস্কো গতমাসে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) প্রতিপাদ্যে সেনা মহড়ার ঘোষণা দিয়েছিল। মহড়ায় বিদেশি সেনারা উপস্থিত থাকবে জানালেও রাশিয়া ওই সময় অংশগ্রহণকারী দেশগুলোর নাম জানায়নি।
রয়টার্সের খবর অনুসারে, ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ সত্ত্বেও দেশের অভ্যন্তরে সামরিক মহড়ার আয়োজন করছে রাশিয়া। সর্বশেষ মস্কো এ ধরনের মহড়া চালিয়েছিল ২০১৮ সালে। ওই সময় চীনও মহড়ায় অংশ নিয়েছিল।
চীন বলছে, চলমান দ্বিপাক্ষিক বার্ষিক সহযোগিতার অংশ হিসেবে তারা রাশিয়ায় মহড়ায় যাচ্ছে। এছাড়া মহড়ার লক্ষ্য–অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে ব্যবহারিক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করা।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        