গত সপ্তাহে রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কৃষ্ণসাগরের তীরে রাশিয়ার বিমানঘাঁটিতে ওই বিস্ফোরণে অন্তত আটটি বিমান ধ্বংস হয়।
ইউক্রেন সরকারের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এই বিস্ফোরণের পেছনে ‘ইউক্রেন ছিল’ বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন দাবি করছে, তারা রিপোর্টের একটি কপি হাতে পেয়েছেন।
খবর অনুসারে, ইউক্রেনের কর্মকর্তারা তাদের নাম প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন। কারণ, গণমাধ্যমে প্রতিবেদন শেয়ার করার কর্তৃত্ব তাদের নেই।
ইউক্রেন সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক অবকাঠামোর এককালীন তবে ‘কঠিন’ ক্ষতি হয়েছে।
গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়। ঘটনার পর প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে এবং ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই শেষ হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল