শিরোনাম
১৯ আগস্ট, ২০২২ ১৩:৫৭

মুখ বন্ধ রাখুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে কিমের বোন

অনলাইন ডেস্ক

মুখ বন্ধ রাখুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে কিমের বোন

ইউন সুক-ইওল (বামে) ও কিম ইয়ো জং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার মুখ বন্ধ রাখতে বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

পরমাণু অস্ত্র কর্মসূচি ছাড়লে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া সহায়তা দেবে, এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন কিম ইয়ো জং।

সম্প্রতি ইউন সুক-ইওল একটি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই পরিকল্পনার অধীনে পিয়ংইয়ং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করলে তাদের পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। 

গত বুধবার তার দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন ইউন সুক-ইওল।

এদিকে, এই পরিকল্পনাকে ‘দুঃসাহসী’ অভিহিত করেছেন কিম ইয়ো জং।

এক বিবৃতিতে তিনি বলেন, “মুখ বন্ধ রাখাই তার (দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট) ভাবমূর্তির জন্য ভালো হতো।”

শুধু এ কথা বলেই ক্ষান্ত হননি কিম ইয়ো জং। এমন পরিকল্পনার জন্য তিনি ইউনকে ‘সরল এবং এখনও শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, “কেউ ভুট্টার পিঠা জন্য তার ভাগ্য বিনিময় করতে পারে না।” সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর