চীনের সেনাদের নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। এই মহড়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিয়েছেন। মঙ্গলবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।
গত ১ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) নামে বিশাল সামরিক মহড়া শুরু করে রাশিয়া। এই মহড়ায় চীন ছাড়াও ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া এবং সিরিয়ার সেনারা অংশ নিয়েছে।
রাশিয়া ও চীন এমন এক সময় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যখন, ইউক্রেন ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের চরম উত্তেজনা বিরাজ করছে।
ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার পুতিন সার্গেভস্কি সামরিক রেঞ্জে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সামরিক প্রধান ভেলেরি গেরিসিমাভের সঙ্গে উপস্থিত ছিলেন। সামরিক মহড়ার শেষ পর্ব পর্যবেক্ষণ করবেন তিনি।
রাশিয়ার এই মহড়া আগামীকাল বুধবার শেষ হবে। এতে ৫০ হাজার সেনা ছাড়াও ৫ হাজার ইউনিট সামরিক সরঞ্জাম, ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি যুদ্ধজাহাজ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধে থাকা সত্ত্বেও রাশিয়া এখনো বিশাল সেনা সমাবেশের সক্ষমতা রাখে সেটা প্রদর্শনের জন্যই মস্কোর এই মহড়া। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল