লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন গতকাল সোমবার। অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ সমালোচনাও করছেন। আর এসব করতে গিয়ে ভুলও করছেন। কারণ নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নয়, লিজ ট্রাসেলের টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করছেন তারা। দুইজনের টুইটারে নামের মিল থাকায় ঘটেছে এমন বিভ্রান্তি। লিস ট্রাসেলের টুইটার অ্যাকাউন্টের নাম @liztruss। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের টুইটারের নাম দেওয়া হয়েছে @trussliz।
সুইডেনের প্রধানমন্ত্রীও লিজ ট্রাসেলকে লিজ ট্রাস ভেবে শুভেচ্ছা জানিয়েছেন। পরে ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিটও করে দিয়েছেন। তবে তার আগেই সুইডেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছেন লিজ ট্রাসেল।
আজ মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাতের কথা রয়েছে লিজ ট্রাসের। এর মাধ্যমেই যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা