দক্ষিণ ভিয়েতনামে একটি কারাওকে বারে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান।
জানা গেছে, ভিয়েতনামের বিন ডুং প্রদেশের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরে অবস্থিত একটি বারে মঙ্গলবার রাতে আগুন লাগে। মূলত বারটি যে ভবনে সেটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। ভবনের সিঁড়িটি ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় গ্রাহক এবং কর্মীরা আটকে পড়েন। তাদের মধ্যে অনেকে বাঁচতে বিল্ডিং থেকে লাফ দিতে বাধ্য হন। লাফ দেওয়ার ফলে অনেকের হাত-পা ভেঙে গেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ