কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে ১০ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন মাইলেস স্যান্ডারসন গ্রেফতারের পর নিহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মাইলেস স্যান্ডারসনকে (৩২) স্থানীয় সময় বুধবার বিকালে সাসকাচোয়ান প্রদেশের একটি হাইওয়েতে ধাওয়া গ্রেফতারের পর হেফাজতে নেওয়া হয়।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, একটি সাদা এসইউভি গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। এরপর রোথার্ন শহরের কাছে পুলিশ ক্রুজার গাড়িগুলোকে ঘিরে রেখেছে।
এর আগে, আরেক সন্দেহভাজন হামলাকারীর লাশও উদ্ধার করে পুলিশ। তার নাম ডেমিয়েন স্যান্ডারসন।
রবিবার (৪ সেপ্টেম্বর) কানাডার সাসকাচোয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন।
পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর সোমবার জানান, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা বলতে পারেননি তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম