সিরিয়ার একজন নাগরিককে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। সৌদির রাজধানী রিয়াদে সিরিয়ার ওই নাগরিককে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিযুক্তকে র্যাকারের আসনে বসে ভুক্তভোগীকে আঘাত করতে দেখা যায়। ছুরিকাঘাতের পর ভুক্তভোগী রক্তমাখা শরীর নিয়ে জীবন বাঁচাতে দৌড় দেন। হামলাকারীও তার পিছু নেয়। মাটিতে ফেলে ছুরিকাঘাতে ভুক্তভোগীর মৃত্যু নিশ্চিত করে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তার মামলা পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেছে।
বিডিপ্রতিদিনি/কবিরুল