রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানিয়েছেন, আংশিক ‘সেনাসমাবেশের’ অংশ হিসেবে তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকা হবে। অতীত সামরিক অভিজ্ঞতা আছে—এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে পুতিনের ঘোষণার ব্যাখা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার থেকে নতুন সেনা যুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে। তবে প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী শইগুর বক্তব্য অনুসারে, যে সব রুশ নাগরিকের সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা আছে এবং যুদ্ধের ক্ষেত্রে প্রাসঙ্গিক, কেবল তাদেরকেই ডাকা হবে। প্রায় আড়াই কোটি যোগ্য মানুষ আছে উল্লেখ করে তিনি বলেন, এই সংখ্যা থেকে মাত্র ১ শতাংশ অন্তর্ভুক্ত করা হবে।
আল জাজিরার খবর অনুসারে, পূর্ণ সেনাসমাবেশের অর্থ– সেনাবাহিনীতে চাকরির অভিজ্ঞতা আছে এমন ১৮ থেকে ৬০ বছর বয়সী কেউ রাশিয়া ত্যাগ করতে পারবে না, তাদেরকে বাহিনীতে যোগদান করতে হবে। তবে রাশিয়া আংশিক সেনাসমাবেশের ঘোষণা দিয়েছে। এই আংশিক সমাবেশে পূর্ণ-সমাবেশের নীতি অনুসরণ করা হবে কিনা, তা এখনো জানানো হয়নি।
বুধবার পুতিনের ঘোষণার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে- রুশ সেনাদের যুদ্ধের ময়দান পরিত্যাগ এবং দেশটির সেনাবাহিনীর ওপর চাপ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
বিডিপ্রতিদিন/কবিরুল